শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ লক ডাউন মানি না মানবো না এই শ্লোগানে গাইবান্ধার বিক্ষুব্ধ ব্যবসায়িরা গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। শহরের নিউ মার্কেট এলাকায় ব্যবসায়িরা একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সদর থানা পুলিশ খবর পেয়ে মিছিলটি বাধা প্রদান করে। এসময় পুলিশের বাধায় ব্যবসায়িরা বিক্ষোভ মিছিল থেকে সটকে পড়ে।
বিক্ষোভ মিছিল চলাকালে ব্যবসায়িরা সাংবাদিকদের জানান, যেহেতু স্বাস্থ্যবিধি মেনে অফিস-আদালত,ব্যাংক-বীমা সবই খোলা রাখা হয়েছে। সেক্ষেত্রে ব্যবসায়িরাও আসন্ন রমজান ও ঈদ-উল-ফিতরকে সামনে রেখে যথারীতি স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে তারা ব্যবসা অব্যাহত রাখতে চান।