শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
গাইবান্ধায় আমন কাটার পরই আলু চাষে ব্যস্ত চাষিরা ১৫ বছরে বদলে যাওয়া উপজেলার নাম গোবিন্দগঞ্জ গাইবান্ধার পাঁচটি আসনের তিনটিতেই আওয়ামী লীগের নারী প্রার্থী গাইবান্ধা ২ সদর আসনে স্বামী স্ত্রীর স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল গাইবান্ধায় কালো পতাকা মিছিল সমাবেশ গাইবান্ধার ৫টি আসনে ৫২ জনের মনোনয়নপত্র দাখিল স্ত্রীর লাশ ফেলে পালিয়ে যাওয়া স্বামীর প্রাণ গেল ট্রেনে ১৬ বছর সংসারের পর স্ত্রীর সাথে বিচ্ছেদঃ ২০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন স্বামী হৃদরোগের চিকিৎসায় ইউজিসির গবেষণা সহায়তার অনুমোদন পেয়েছেন ডঃ হযরত আলী সুন্দরগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

প্রচন্ড গরমে গাইবান্ধায় বোরো ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা

প্রচন্ড গরমে গাইবান্ধায় বোরো ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় বোরো ধান কাটার ধুম লেগেছে। ধান কাটা ও মাড়াই চলছে পুরোদমে। মাঠের সোনালি ধান এখন ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। চলতি বছর বোরো চাষে প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করতে হয়েছে জেলার কৃষকদের। কিন্তু বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় নির্বিঘেœ ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ করতে পারছেন কিষান-কৃষানিরা। মাঠজুড়ে সোনালি ধানের মম গন্ধে মনের আনন্দে কাজ করছেন তাঁরা। কথা বলার মতো যেন ফুরসত নেই তাঁদের।
কৃষক ধান কেটে আঁটি বেঁধে কেউ মাথায় করে, আবার কেউ পরিবহনে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। বাড়ির উঠানে চলছে ধান মাড়াইয়ের কাজ। এসব ধান নিয়ে কৃষকের যেমন ব্যস্ততা, তেমনি আনন্দও লক্ষ করা যাচ্ছে।
সরেজমিনে বেশ কটি মাঠ ঘুরে দেখা গেছে আগে পেকে উঠা ব্রি-২৮ জাতের ধান কৃষকেরা কাটছে। এছাড়া দু একটি মাঠে ব্রি-২৯, ব্রি ধান ৮১, ও জিরাশাইল জাতের পাকা ধান কাটা হচ্ছে । পলশাবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের আজরার বিলে দেখা যায় কৃষক আতোয়ার, মঞ্জুর মিয়াসহ আরো বেশ ক’জন কৃষক ব্রি-২৮ জাতের ধান কাটছেন। এদের একজন জানান একদিন আগে কাটা এ জাতের ধানের আশানুরূপ ফলন পেয়েছেন। বিঘা প্রতি প্রায় ১৫-২০ মণ হারে ধান হয়েছে। এছাড়া আরো কটি এলাকার কৃষকেরা বেশ ভালো হারে ফলন পাচ্ছেন বলে জানান।
এদিকে জেলার বিভিন্ন এলাকায় নেক ব্লাস্টসহ বিভিন্ন রোগে কম হারে ফলন মিলছে । গত ৪ এপ্রিল কালো বৈশাখী ঝড়ের সময় হিট শকে প্রায় ১ হাজার হেক্টর জমির ধান পুড়ে যাওয়ায় ঐসব জমিতে ভালো ফলন হয়নি বলে জানান কৃষকেরা । মৌসুমের শুরুতেই ধানের দাম নিয়ে খুশি কৃষকরা । পুরোপুরি শুকনো একমণ ধান এক হাজার আশি থেকে সাড়ে এগারোশ টাকা দরে বেচাকেনা হচ্ছে বলে জানা গেছে ।
গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাসুদুর রহমান জানান, উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের মাঠপর্যায়ে বিভিন্ন পরামর্শ দিয়ে দেওয়া হচ্ছে । উল্লেখ্য গাইবান্ধা জেলার সাত উপজেলায় এবছর, ১ লক্ষ ২৭ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com