মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপি আয়োজিত বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম হোসেন, গাইবান্ধা সামাজিক বনায়ন জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম মন্ডল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। মেলায় ৩৩টি স্টলের মধ্যে শ্রেষ্ঠ ৩টি স্টলকে পুরস্কৃত করা হয়।