সোমবার, ২৯ মে ২০২৩, ০১:৩২ পূর্বাহ্ন
স্টাফ রির্পোটারঃ মুজিব বর্ষের অঙ্গীকার সুরক্ষিত ভোক্তা অধিকার শীর্ষক প্রতিপাদ্য বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বিশ^ ভোক্তা দিবস উপলক্ষে এক আলোচনা সভা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর কবির, অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহ সরোয়ার কবির, বিটিভি প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহ কারি পরিচাল মোঃ আব্দুস সালাম, সাংবাদিক শহিদুজ্জামান প্রমুখ।
সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জন সচেতনার উপর গুরুত্ব আরোপ করা হয়।