শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বিশ^ পর্যটন দিবস উপলক্ষে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, র্যালী, রচনা প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে ভবিষতের উন্নয়নে কাজের সুযোগ পর্যটনে শীর্ষক এক আলোচনা সভা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোছাঃ রোখছানা বেগম, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, বিটিভি গাইবান্ধা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, বাসসের প্রতিনিধি সরকার মোঃ শহিদুজ্জামন, আশরাফ সহ সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী ডিসি অফিস শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।