শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য প্রতিপাদ্যে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সিভিল সার্জনের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। এতে সহযোগিতা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ব্র্যাক, এসকেএস ফাউ-েশন, ফ্রেন্ডশিপ, সন্ধানী ডোনার ক্লাব এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
প্রথমে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। শোভাযাত্রাটি হাসপাতাল রোড ও ডিবি রোড প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব.) মীর মোশারফ হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ আ. ম. আখতারুজ্জামান। বক্তব্য রাখেন গাইবান্ধা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) গাইবান্ধা জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ মতিয়ার রহমান, গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুস সাকিব, গাইবান্ধা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনী অ্যান্ড অবস্) ডাঃ তাহেরা আক্তার মনি, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মোঃ রবিউল পারভেজ প্রামানিক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম, মোঃ আশরাফুল আলম, মোঃ আবদুর রহিম ও মোঃ মোশারফ হোসেন প্রমুখ।