সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বিশ্ব মানবিক মর্যাদা দিবসে জাতি-বর্ণ ও পেশাভিত্তিক সকল বৈষম্যের অবসান ঘটিয়ে মানুষ হিসেবে মর্যাদাপূর্ন জীবনের অধিকার প্রতিষ্ঠার দাবিতে গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বেসরকারি সংগঠন অবলম্বন ও বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, বিডিআরইএম এর সাধারণ সম্পাদক খিলন রবিদাস, সদর থানার সভাপতি সুনিল রবিদাস, সহসাধারণ সম্পাদক নয়ন ভূইমালী, শান্তি রানী রবিদাস, রাধারানী রবিদাস, সুমিত্রা রানী, বিপুল রবিদাস, কাজল রবিদাস, রবিলাল রবিদাস, সুজন রবিদাস, দীপলাল রবিদাস প্রমুখ।