শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনা মূলক প্রচার পত্র বিলি। এ উপলক্ষে ডিসি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদেকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল হাসান, সিভিল সার্জন ডাঃ আ.ম. আক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল খায়ের, পৌর প্যানেল মেয়র মোঃ শহীদ আহমেদ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, মটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন প্রমুখ।