শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ১৫ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে গতকাল শনিবার গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। সভায় বক্তব্য রাখেন ডাঃ সোহেল পারভেজ প্রামানিক, গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, বুন্ধি প্রতিবন্ধী বিষয়ক অফিসার আখতার হোসাইন, বুন্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া, আশরাফুল ইসলাম, শহিদুল ইসলাম, মঞ্জিলা হক, সজিব মিয়া প্রমুখ।