শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের তালতলা বাজার এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নৌকার মাঝি আব্দুর রশিদ (৩৮) নিহত এবং ফুলমিয়া নামে অপর একজন আহত হন। নিহত আব্দুর রশিদ পার্শ্ববর্তী গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী গ্রামের ফৈম উদ্দিনের ছেলে। আব্দুর রশিদ তালতলা বাজার থেকে সওদা কিনে নৌকায় করে বাড়ি ফেরার সময় বাজার সংলগ্ন এলাকায় তার হাতের লগিটি বিদ্যুতের খোলা তারে লেগে যায়। ফলে সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় তার সঙ্গী ফুলমিয়া তাকে রক্ষা করতে ফুলমিয়া গুরুতর আহত হয়। তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।