রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিকদের সমস্ত মামলা প্রত্যাহার ও অতিরিক্ত বিদ্যুৎ বিল সংশোধনসহ ৭ দফা দাবিতে বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেসকো ডিভিশন-০১ এর নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ের বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের সচিব বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। বিক্ষোভ মিছিলটি সংগঠন কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের গোরস্থান মোড়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, রহমান মাসুদ, আনাউর রহমান, দেবল কুমার, মাহবুবুর রহমান সুমন, আহমেদুর রহিম, আব্দুল হালিম, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, মাহাবুবুর রহমান প্রমুখ।