শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার শহরে বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানোসহ শ্রমজীবি-নি¤œ আয়ের প্রত্যেক মানুষকে আর্মিরেটে রেশন সরবরাহের দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তব্য রাখেন সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্যসচিব মনজুর আলম মিঠু, সুন্দরগঞ্জ উপজেলা সমন্বয়ক বীরেন চন্দ্র শীল, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্টের নেতা জাহিদুল হক, কৃষ্ণ চন্দ্র পাল, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, শামিম আরা মিনা প্রমুখ।