শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানোসহ শ্রমজীবি-নিম্ন আয়ের মানুষদের আর্মিরেটে রেশন সরবরাহের দাবিতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল রোববার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, কৃষক ফ্রন্টের সংগঠক জাহিদুল হক, কৃঞ্চ চন্দ্র পাল, সবুজ মিয়া, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, পারুল বেগম, শামিম আরা মিনা।