শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় সদস্য কমরেড গোলাম সাদেক লেবুসহ ডিজিটাল নিরাপত্তা আইনে আটককৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা জেলা শাখা এই বিক্ষোভ মিছিল সমাবেশের কর্মসূচি পালন করে।
বিক্ষোভ মিছিল শুরুর আগে সংগঠনের জেলা কার্যালয়ের সামনে ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের সদর উপজেলা শাখার সাধারণ স¤পাদক কমরেড মাহাবুর রহমান খোকার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, কাজী আবু রাহেন শফিউল্লা খোকন, ডাঃ আব্দুল জব্বার প্রমুখ।
বক্তারা কৃষক নেতা কমরেড গোলাম সাদেক লেবুসহ আটককৃত নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি ও ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।