সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ দুর্নাতিবাজ, ফ্যাসিস্ট গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিলসহ গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা বাস্তবায়নের দাবিতে গতকাল গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মোঃ শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, শামছুল হাসান শামছুল, মোঃ ইলিয়াস হোসেন, মোশাররফ হোসেন বাবু, অ্যাডঃ মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, রাগিব হাসান চৌধুরী, খন্দকার জাকারিয়া জিম, ফরিদা ইয়াসমিন শোভা, খন্দকার আল আমিন, লোটাস খান, শফিকুল ইসলাম লিপন প্রমুখ।