সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জ্বালানী তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় দলীয় নেতাদের হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।
গতকাল মঙ্গলবার দুপুরে শহরের সার্কুলার রোডে বিএনপির জেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে। এর আগে সকাল ১০ থেকে বিভিন্ন
ইউনিট বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসবকদল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গ গঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসে। দুপুর ১২ টার দিকে দলীয় কার্যালয় কানায় কানায় পূর্ন হয়ে যায়। শহরের দাস বেকারী মোড় থেকে ১নং ট্রাফিক মোড়ের রাস্তা চলাচল বন্ধ হয়ে যায়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয় সম্পাদক মোঃ আনিছুজ্জামান খান বাবু। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুনব্বী টিুটুল, সদর বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক মোর্শেদ হাবীব সোহেল, সদস্য সচিব ইলিয়াস হোসেন, শহর বিএনপির আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন, সাধারন সম্পাদক শাহজালাল সরকার খোকন, জেলা মহিলা দলের সভাপতি ইয়াসমিন শোভা , সাধারন সম্পাদক মৌসুমী আকতার তমা, জেলা ছাত্র দলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম, সাধারন সম্পাদক তারেকুজ্জামান তারেক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি করছে। যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সম্প্রতি ভোলাতে দলের দুজন নেতাকে হত্যা করছে এ সরকার। ১৪ বছরে অনেক নেতাকর্মীরা গুম, খুনের শিকার হয়েছে।