শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শহীদুজ্জামান শহীদ, জেলা কৃষক দলের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মঞ্জুর মোর্শেদ বাবু ও আনিছুর রহমান নাদিম প্রমুখ।
শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।