শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে গতকাল শনিবার দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার মুক্তি সম্বলিত লিফলেট জনগণের মধ্যে বিতরণ করা হয়। পরে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সদর থানা বিএনপির আহবায়ক খন্দকার ওমর ফারুক সেলু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক প্রমুখ।