শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সারাদেশে মিথ্যা মামলা, গ্রেফতার, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শহিদুজ্জামান শহীদ, অ্যাডঃ হানিফ বেলাল, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সাদুল্যাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা, সাধারণ সম্পাদক মৌসুমী আক্তার তমা, জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া আলম জিম প্রমুখ।