রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাসদ মার্কসবাদী’র প্রতিষ্ঠাতা স¤পাদক বামপন্থী রাজনীতির অন্যতম নেতা আমৃত্যু বিপ্লবী প্রয়াত কমরেড মুবিনুল হায়দার চৌধুরী স্মরণে গতকাল শনিবার বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদের সভাপতিত্বে ও প্রভাষক কাজী আবু রাহেন শফীউল্যার পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী কেন্দ্রীয় বিশেষ সাংগঠনিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কমরেড মানস নন্দী, বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য কমরেড নিলুফার ইয়াসমিন শিল্পী, প্রভাষক গোলাম সাদেক লেবু, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য কমরেড আমিনুল ইসলাম গোলাপ, সিপিবি জেলা নেতা ওয়াজিউর রহমান রাফেল, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, জাসদ জেলা সাধারণ স¤পাদক জিয়াউল হক জনি, প্রবীর চক্রবর্তী, রেবুতী বর্মন, মৃনাল কান্তি, অ্যাডঃ মনিরুজ্জামান মনির, আব্দুর রাজ্জাক রেজা, রোকুনুজ্জামান ফারুক, মাহবুবুর রহমান খোকা, পরমানন্দ দাস প্রমুখ।