শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পাট শিল্প ও পাট চাষী রক্ষা ও রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় শহরের ১নং রেল গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিবি রোডে ১নং রেল গেটে এসে শেষ হয়। বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা সমন্বয়ক বাসদ মার্কসবাদী নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহর সভাপতিত্বে মিছিল পরবর্তী সংহতি সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ মার্কসবাদী জেলা ফোরাম সদস্য নিলুফার ইয়াছমিন শিল্পী, বাসদ, গাইবান্ধা জেলা ফোরাম সদস্য সুকুমার মোদক প্রমুখ।