সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাজেটে শিক্ষা-স্বাস্থ্য- সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, আওয়ামী ফ্যাসিবাদী শাসন হটানো, চট্টগ্রামে সীতাকুন্ডে অগ্নিকান্ডে দায়ী মালিক ও সরকারি কর্মকর্তাদের গ্রেফতার ও শাস্তি, অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা-পূনর্বাসনের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে গাইবান্ধা জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা কমিটি।
গতকাল শুক্রবার বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা শহরের প্রধান প্রধান সড়কে মিছিল শেষে পুরাতন বাজারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্লা খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কেন্দ্রীয় সহকারি সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি কমরেড মিহির ঘোষ, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, ওয়ার্কাস পার্টি ( মার্কসবাদী) জেলা সভাপতি কমরেড রেবতী বর্মন, বাসদ জেলা আহবায়ক কমরেড গোলাম রব্বানী, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদের জেলা সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।