শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবন প্রতিবাদী ব্যক্তির জীবনমান উন্নয়ন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি মোঃ রেজাউল ইসলাম, ডাঃ মোঃ আশাদুল হক, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলী সরকার, প্রতিবন্ধী বিষয়ক অফিসার মোঃ আখতার হোসেন, মোঃ নাজমুল হক প্রমুখ।