সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলার বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকিতে থাকা দুঃস্থ অসহায় মানুষদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ সরবরাহ করার লক্ষ্যে সদর উপজেলার পুলবন্দি ঈদগাহ মাঠে গতকাল ফ্রি মেডিকেল ও মেডিসিন ক্যাম্প অনুষ্ঠিত হয়। গাইবান্ধা সদর উপজেলার পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব এই ক্যাম্পের আয়োজন করে।
এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার প্রসুন কুমার চক্রবর্ত্তী, সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, আব্দুল লতিফ আকন্দ, হুসেইন মোহাম্মদ জীম, একে প্রামানিক পার্থ, সিয়াম, ইমন, মুন্না, সেতু, চন্দন, মুকুট, আওলাদ, আবিদ প্রমুখ।