সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৬:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
শিক্ষা ব্যাবস্থা উন্নত আধুনিক ও শিক্ষার মান উন্নয়নের কৃতিত্ব একমাত্র প্রধানমন্ত্রীর -মাহমুদ হাসান রিপন এমপি সুন্দরগঞ্জে সাব প্রাণী সম্পদ কল্যাণ কেন্দ্রের বেহালদশাঃ গ্রাম গঞ্জে পশু ডাক্তারের নামে হাতুড়ে ডাক্তারের ছড়াছড়ি গাইবান্ধায় আওয়ামীলীগের ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন সাঘাটায় রেকর্ডভুক্ত জমিতে ব্রীজ নিমার্ণ কাজে বাধাঁ প্রদান করায় ঠিকাদার কর্তৃক থানায় অভিযোগ কলেজপাড়ায় পৌর নাগরিকদের সভা নলডাঙ্গায় নবীন ও বসন্ত বরণ অনুষ্ঠান গাইবান্ধায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা গাইবান্ধায় মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন গোবিন্দগঞ্জে সরকারি বই বিক্রিকালে জনতার হাতে শিক্ষক-কর্মচারী আটক দারিয়াপুরে বাম জোটের সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধায় প্রাথমিকের বই সংকট ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত

গাইবান্ধায় প্রাথমিকের বই সংকট ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত

স্টাফ রিপোর্টারঃ জানুয়ারী মাস শেষ হতে চলল। কিন্তু এখনও গাইবান্ধায় চাহিদা অনুযায়ী প্রাথমিক স্তরের সব বই পাওয়া যায়নি। বই সংকটের কারণে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়া বিঘিœত হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি পর্যন্ত চাহিদার ৩৬.৪৫ ভাগ বই গাইবান্ধায় আসেনি। এজন্য সকল ছাত্রছাত্রীদের হাতে সব বই তুলে দেয়া সম্ভব হয়নি।
জানা গেছে, গাইবান্ধা জেলায় মোট ১ হাজার ৪৬৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৪ লাখ ৩ হাজার ৪৭৩ জন ছাত্রছাত্রী অধ্যয়নরত। এজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বইয়ের চাহিদা পাঠানো হয় মোট ২১ লাখ ৩৪ হাজার ১২৮টি। সেখানে পাওয়া গেছে বিভিন্ন শ্রেণির জন্য ১৩ লাখ ৫৬ হাজার ১৮৫টি। সে অনুযায়ী চাহিদার মোট প্রাপ্তির হার ৬৩.৫৫ ভাগ। গাইবান্ধা শহরের ব্রীজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, তারা প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত সব বই ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে পেরেছেন। কিন্তু চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের মাত্র দুটি করে বই দেয়া সম্ভব হয়েছে।
এব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ জানান, বই পেতে কিছুটা বিলম্ব হলেও এ মাসে সব বই এসে যাবে বলে উর্দ্ধতন কর্তৃপক্ষ জানিয়েছেন। তিনি বলেন, সব বই কেউ কেউ না পেলেও বিশেষ ব্যবস্থায় লেখাপড়া অব্যাহত রয়েছে। ছাত্রছাত্রীদের কোন সমস্যায় পড়তে হচ্ছে না।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com