রবিবার, ০৪ জুন ২০২৩, ০১:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা বার ভবনের মিলনায়তনে হৃদয়ে আমার বাংলাদেশ শীর্ষক রচনা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডঃ সৈয়দ শামস-উল আলম হিরু। জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডঃ আহসানুল করিম লাছুর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক অ্যাডঃ জিএসএম আলমগীরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক পিপি অ্যাডঃ আবু আলা মোঃ সিদ্দিকুল ইসলাম রিপু, শফিকুর রহমান শফিক, জিপি সুশীল কুমার ঘোষ, জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, এ্যাডঃ নিরঞ্জন কুমার ঘোষ, এ্যাডঃ আশুতোষ সাহা প্রমূখ। পরে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে অনুষ্ঠিত হয় স্থানীয় শিল্পী ও আইনজীবীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।