শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় ধারাবাহিকভাবে সংঘটিত হাসান-রোকন-রকি-লিখন-নান্নু হত্যাকান্ডের প্রেক্ষিতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের ডাকে প্রতিবাদ সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়।
গানাসাস মার্কেটের সামনে ভারপ্রাপ্ত সমন্বয়ক মিহির ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, গণফোরাম জেলা সভাপতি ময়নুল ইসলাম রাজা, জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, জেলা জাসদ সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি মোস্তফা মনিরুজ্জমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, এ্যাডঃ আশরাফ আলী, মৃণাল কান্তি, জাহাঙ্গীর কবীর তনু, জিএম চৌধুরী মিঠু, নুর মোহাম্মদ বাবু, সুকুমার মোদক, জাহাঙ্গীর আলম, সবুজ মিয়া, রাহেলা সিদ্দিকা, রোকনুজ্জামান রোকন, আব্দুল মতিন প্রমুখ। এছাড়া সদর উপজেলার মালিবাড়ীতে নিহত নান্নুর পিতা নয়া মিয়া বক্তব্য রাখেন।