সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফ্রেন্ডশীপের উদ্যোগে গতকাল রোববার পুষ্টি বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফ্রেন্ডশীপের রিজওনাল কো-অর্ডিনেটর মোঃ আব্দুস সালাম। অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদেকুর রহমান। সভায় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রকিবুজ্জামান, ফ্রেন্ডশীপের সিনিয়র প্রকল্প কো-অর্ডিনেটর জিএম আব্দুর রহিম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আরিফুর রহমান, ডাঃ আবুল হোসেন, মোঃ কামরুজ্জামান, আইয়ুব আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অবহেলিত মানুষকে পিছনে ফেলে কোন উন্নয়ন সম্ভব না। তাই সমন্বিত উদ্যোগের মাধ্যমে পুষ্টি কার্যক্রমকে এগিয়ে এগিয়ে নিতে হবে।