শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা শহর সংলগ্ন বিসিক শিল্প নগরী এলাকার গাইবান্ধা-পলাশবাড়ি সড়কে গতকাল বৃহ¯পতিবার দুপুরে দ্রুতগামী পিক-আপ চাপায় মোটরসাইকেল আরোহী আইয়ুব আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আইয়ুব আলীর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর থানার মহিষকুন্ডি গ্রামে। তিনি গাইবান্ধায় নাসির গ্লাস কো¤পানীতে মার্কেটিং অফিসার পদে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, আইয়ুব আলী বিসিক শিল্প নগরী এলাকার সামনে মোটর সাইকেল যোগে অসাবধানবশত রাস্তা পারাপারের সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি পিকআপ তাকে চাপা দেয়। এসময় মোটরসাইকেলের সামনের অংশ ভেঙ্গে গুরুতর আহত হন আইয়ুব আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাইবান্ধা ট্রাফিক বিভাগের ইনচার্জ নুরে আলম সিদ্দিক জানান, ঘাতক পিকআপসহ চালককে আটক করা হয়েছে।