মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ দেশব্যাপী করোনা পরিস্থিতি মোকাবেলায় গাইবান্ধা জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ আধিদপ্তরের উদ্যোগে সাধারন মানুষের মধ্যে প্রাণীজ পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বাজার স্থিতিশীলসহ ন্যায্যমূল্যে শহরের বঙ্গবন্ধু মুর্যাল চত্বরে ভ্রাম্যমান দুধ ও ডিম বিক্রি শুরু হয়েছে। ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন।
এ সময় উপস্থিত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাছুদুর রহমান, পৌর মেয়র মো. মতলুবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাফিউল আলম, ডেইরি ফার্ম মালিক সমিতির সভাপতি প্রতাব ঘোষ প্রমুখ।
উল্লেখ্য, গাইবান্ধা জেলা শহরসহ পাশর্^বতী এলাকায় প্রতিদিন ১ টন দুধ ও ১০ হাজার ডিম ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। ভ্রাম্যমান ন্যায্যমূল্যের দোকান থেকে প্রতি লিটার দুধ ৪৮ টাকা ও ৪টি ডিম ২৬ টাকা করে ক্রেতা সাধারণের মাঝে বিক্রি করা হবে।