শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা নাহিদ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুঃস্থ রোগীদের চিকিৎসা সহায়তা ও উচ্চ শিক্ষা গ্রহনে মেধাবী-গরীব শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে আজ গাইবান্ধা শিল্প কলা একাডেমি মিলনায়তনে চেক প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর কবির। নাহিদ ফাউন্ডেশনের পরিচালনা কমিটির উপদেষ্টা আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ সারোয়ার কবির, নাহিদ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ রাকিবুল হক, উপদেষ্টা বিশিষ্ট চিকিৎক ডাঃ রশিদুল হাসান বকুল, উপদেষ্টা আলহাজ¦ রফিকুল ইসলাম সহ সরকারি ও গণ্যমান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে গরিব মেধাবী ১শ জন শিক্ষার্থীদের হাতে প্রত্যেককে ২৫ হাজার টাকা ও অসহায় দুঃস্থ রোগী ২০ জনকে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।