সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার দাবিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল জেলা শহরে র্যালি ও ১নং রেলগেট এলাকায় এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের ১নং রেলগেট থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সংগঠনের জেলা সভাপতি সুভাষিনী দেবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য প্রভাষক কাজী আবু রায়হান শফিউল্যাহ খোকন, নিলুফার ইয়াসমি শিল্পী, রাহেলা সিদ্দিকা প্রমুখ।