শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ অপরাহ্ন

গাইবান্ধায় নারী ঐক্য পরিষদের সেলাই মেশিন বিতরণ

গাইবান্ধায় নারী ঐক্য পরিষদের সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টারঃ দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থানের জন্য গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন নারী ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল রোববার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদুল হক প্রামানিক।
গাইবান্ধা নারী ঐক্য পরিষদ জেলা সভাপতি মিসেস তাজিনা আখতার রাকার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি নারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহানাজ ফেরদৌসি লাকি, কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদা বেগম, গাইবান্ধা নারী ঐক্য পরিষদের জেলা সহ-সভাপতি নাজমা বেগম, মাজেদা আকতার কল্পনা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নীলিমা জামান রুমকি।
উল্লেখ্য, ২৪টি পরিবারকে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়। যা দিয়ে কাজ করে তারা আত্মনির্ভরশীল হতে পারে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com