রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দর সংলগ্ন গিদারী ইউনিয়নের দক্ষিন গিদারী, ডাঙার ঘাট ও কড়াইবাড়ী গ্রাম নদী ভাঙন থেকে রক্ষার দাবীতে গতকাল রোববার নদী তীরে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কড়াইবাড়ী এলাকার ইউপি সদস্য মোঃ সেকেন্দার আলী, মোঃ কামরুল হাসান, মোঃ তারা মিয়া, রিপন মিয়া, আবদুর রউফ, শাহ আলম, ফারুক মিয়া প্রমুখ। বক্তারা বলেন, গত দুই মাস ধরে তিস্তার ভাঙনে বেশকিছু ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। আরও অনেক ঘরবাড়ি নদী ভাঙনের মুখে রয়েছে। ফলে ওই এলাকায় নদী পাড়ে বসবাসকারি লোকজন আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। এব্যাপারে গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইতিমধ্যে নদী ভাঙন কবলিত ওইসব স্থানে গিয়ে কাজের যৌক্তিকতা নিরূপনের মাধ্যমে উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুমতি চেয়ে পত্র পাঠিয়েছি। তিনি বলেন, ডাঙ্গার ঘাট ও কড়াইবাড়ীর সামনে নদীর অংশে বালু-পলিতে উঁচু হওয়ায় নদীর তীরে এসে ভাঙন তৈরী করছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি পেলে দ্রুত ডিপিপি তৈরী করে সেখানে পাঠানো হবে।