শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় ধর্ষণের মামলায় ৯ বছরের শিশু খোরশেদ আলমকে গ্রেফতারের তিনদিন পর গতকাল রোববার জামিন দিয়েছেন আদালত। শিশু আদালতের বিচারক মুরাদ-এ-মওলা সোহেল শিশুটির জামিন মঞ্জুর করেন। এর আগে আসামী পক্ষের আইনজীবী মঞ্জুর মোর্শেদ বাবু জামিনের আবেদন করলে আদালত রাষ্ট্রপক্ষ ও আসামীপক্ষের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে শিশু খোরশেদকে জামিন দেন। পুলিশী তদন্ত পর্যন্ত ওই জামিন বহাল থাকবে বলে উল্লেখ করা হয়। বর্তমানে শিশুটি যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে রয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের মামলায় ৯ বছরের ওই শিশুকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত শিশু ছেলেটি স্থানীয় আলোকবর্তিকা স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। গ্রেফতারের পর সেদিন সন্ধ্যায় শিশুটিকে আদালতে পাঠানো হলে আদালতের বিচারক শিশুটিকে গাইবান্ধা জেলা কারাগারের মাধ্যমে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।