বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৮ অপরাহ্ন

গাইবান্ধায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ শুরু

গাইবান্ধায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ শুরু

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ গতকাল গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে শুরু হয়েছে। খেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও সহ-সভাপতি সুশান্ত কুমার মাহাতো। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ স¤পাদক অ্যাডঃ শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইবনে মিজান, জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মনা, রেজাউন্নবী রাজু, অতিরিক্ত সাধারণ স¤পাদক রকিবুল ইসলাম রিটন, কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরাদ লিমন, বেনজির আহমেদ প্রমুখ।
টুর্নামেন্টে ২০টি দল অংশগ্রহণ করবে। আজকের প্রথম খেলায় জোব্বার স্মৃতি সংসদ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১রান করে জবাবে ইয়ুথ ক্লাব অব কলেজপাড়া ১৫.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৬ রান করায় জোব্বার স্মৃতি সংসদ দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com