বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ গতকাল গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে শুরু হয়েছে। খেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও সহ-সভাপতি সুশান্ত কুমার মাহাতো। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ স¤পাদক অ্যাডঃ শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইবনে মিজান, জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মনা, রেজাউন্নবী রাজু, অতিরিক্ত সাধারণ স¤পাদক রকিবুল ইসলাম রিটন, কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরাদ লিমন, বেনজির আহমেদ প্রমুখ।
টুর্নামেন্টে ২০টি দল অংশগ্রহণ করবে। আজকের প্রথম খেলায় জোব্বার স্মৃতি সংসদ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১রান করে জবাবে ইয়ুথ ক্লাব অব কলেজপাড়া ১৫.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৬ রান করায় জোব্বার স্মৃতি সংসদ দলকে বিজয়ী ঘোষণা করা হয়।