বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:১৪ পূর্বাহ্ন

গাইবান্ধায় দুর্গাপূজা শুরু

গাইবান্ধায় দুর্গাপূজা শুরু

স্টাফ রিপোর্টারঃ সনাতন হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা মহাষষ্ঠীর মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। সকাল ১১টার মধ্যেই গাইবান্ধার সাত উপজেলায় ৫৮২টি পূজা মন্ডপ ও মন্দিরে এই পূজার্চনা শুরু হয়েছে। ঢাক, উলুধ্বনী, শঙ্খ এবং কাশরের তালে তালে পুরোহিত পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ উপলক্ষে পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি মন্ডপে পূজার্চনায় অংশ নেয় ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের নরনারী। সীমিত সাজ-সজ্জার পাশাপাশি মেলার পসরা নেই পূজা অঙ্গনগুলোতে। সন্ধ্যায় প্রতিটি পূজা মন্ডপে সন্ধ্যারতি দেওয়ার পর সীমিত রাখা হয় দর্শনার্থীদের প্রবেশ। ষষ্ঠী পূজার দিনে জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com