বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সনাতন হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা মহাষষ্ঠীর মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। সকাল ১১টার মধ্যেই গাইবান্ধার সাত উপজেলায় ৫৮২টি পূজা মন্ডপ ও মন্দিরে এই পূজার্চনা শুরু হয়েছে। ঢাক, উলুধ্বনী, শঙ্খ এবং কাশরের তালে তালে পুরোহিত পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ উপলক্ষে পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি মন্ডপে পূজার্চনায় অংশ নেয় ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের নরনারী। সীমিত সাজ-সজ্জার পাশাপাশি মেলার পসরা নেই পূজা অঙ্গনগুলোতে। সন্ধ্যায় প্রতিটি পূজা মন্ডপে সন্ধ্যারতি দেওয়ার পর সীমিত রাখা হয় দর্শনার্থীদের প্রবেশ। ষষ্ঠী পূজার দিনে জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।