শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সমাজসেবা অধিদপ্তর গাইবান্ধা জেলায় গতকাল বুধবার ১৭৮ জন ক্যান্সার, কিডনি, লেবার সিরোসিস, হৃদরোগ, প্যারালাইসিস, থ্যালাসামিয়া ইত্যাদি রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা দিয়েছে। এই কর্মসূচীর আওতায় প্রত্যেক রোগীকে ৫০ হাজার করে টাকার চেক প্রদান করা হয়। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান মল্লিক, মোঃ নাসির উদ্দিন শাহ প্রমুখ।