রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, সাংস্কৃতিক র্চ্চায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং জঙ্গিবাদ বিনাশে নাটক আমাদেরকে আলোর পথ দেখায়। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ভাবে সহায়তা দিয়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করে তুলেছেন। গতকাল গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ আয়োজিত দু’দিন ব্যাপী ১৬তম নাট্য উৎসবে প্রধান অতিথি হিসাবে হুইপ এসব কথা বলেন। সংগঠনের জেলা সভাপতি মোঃ আলম মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিমন্ডলীর সদস্য কাজী শাহীদ হোসেন দুলাল, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কবির বাদল, নাট্য পরিষদের সাধারণ সম্পাদক শাহ মোঃ আবু আওয়াল রিজু, নাট্য সংগঠক সাকোয়াত হোসেন বিপ্লব প্রমুখ।
অনুষ্ঠানে গাইবান্ধার প্রবীন নাট্য শিল্পী সাইফুল ইসলাম কলিমকে সম্মানা প্রদান করা হয়। এর আগে নাট্য ও সাংস্কৃতিক কর্মীদের সমন্বয় একটি শোভাযাত্রা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
উল্লেখ্য এ নাট্য উৎসবের দু’দিনে মোট ১২টি পথ নাট্যক প্রদর্শন করা হবে।