সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে বিএসটিআই’র নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত ২০ জানুয়ারী দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের উদ্যোগে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড (বিডিএস-২০৮) অনুযায়ী ক্লে-ব্রিকস (ইট) এর পরিমাপ/সাইজ সঠিক পাওয়া না যাওয়ার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১ মেসার্স টিপিএল ব্রিকস (ব্রান্ড-ঞচখ), ঢোলভাংগা, পলাশবাড়ীকে ৮০ হাজার ও ২ মেসার্স জনতা ব্রিকস (ব্রান্ড-ঔ/ই), ঢোলভাংগা, পলাশবাড়ীকে ৩০ হাজার সহ মোট এক লক্ষ দশ হাজার জরিমানা করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন এনডিসি এস এম ফয়েজ উদ্দিন ও মোঃ লোকমান হোসেন।