শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ তৃণমূল পর্যায়ের কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যে গতকাল মঙ্গলবার গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে দিনব্যাপী সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এই সাহিত্য সম্মেলনের আয়োজন করে।
এ উপলক্ষে সকালে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে সাহিত্যকর্মী, শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তাদের একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্বাধীনতা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিনব্যাপী সাহিত্য সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদেকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম ও পৌরসভার প্যানেল মেয়র মোঃ শহীদ আহমেদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক জহুরুল কাইয়ুম। পঠিত প্রবন্ধের ওপর আলোচনা করেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডঃ সরিফা সালোয়া ডিনা, বিশিষ্ট শিক্ষাবিদ মাজহারউল মান্নান ও কবি সরোজ দেব। অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস উর্মি।
বিকালে দ্বিতীয় অধিবেশনে সাহিত্য সম্মেলন আয়োজন কমিটির আহবায়ক কবি সরোজ দেবের সভাপতিত্বে ও সম্পা দেবের সঞ্চালনায় তৃণমূলের কবি সাহিত্যিকরা সাহিত্যকর্ম উপস্থাপন করেন। এর আগে প্রসঙ্গ কথা বলেন সাহিত্য সম্মেলন আয়োজন কমিটির সদস্য সচিব দেবাশীষ দাশ দেবু। এদিকে আজ বুধবার একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।