সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে তিনদিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড গতকাল বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে শেষ হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানু, গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব, তাসনিম আমির রিতু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। মেলায় সিনিয়র গ্রুপে গাইবান্ধা সরকারি কলেজ এবং জুনিয়র গ্রুপে পলাশবাড়ি সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয় এবং বিশেষ গ্রুপে গাইবান্ধা বিজ্ঞান ক্লাবকে চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কৃত করা হয়। এছাড়া মেলায় অংশ গ্রহণকারি ৪৮টি স্টলকে সৌজন্য পুরস্কার প্রদান করা হয়।