বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলা তথ্য আপা প্রকল্পের উদ্যোগে গতকাল বাদিয়াখালী ইউনিয়নের গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা নিরসন কল্পে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফি ঝন্টু, জাতীয় মহিলা সংস্থার চেয়াম্যান মোছাঃ মাহমুদা পারুল, তথ্যসেবা কর্মকর্তা নুসরাত হাজান সুমি সহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রামীন পর্যায়ে জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন নারীদের ক্ষমতায়ন বৃদ্ধির পাশাপাশি বাল্য বিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য প্রজনন, শিক্ষা, কৃষি ও তথ্য প্রযুক্তি বিষয়ে নারীদের অংশ গ্রহনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে।