রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে গতকাল রোববার গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগন এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জাতীয় কর্মসূচিতে সাথে অংশ গ্রহণ।
এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু খায়ের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র মোঃ মতলুবর রহমানসহ বিভিন্ন সরকারি অধিদপ্তর ও বিভাগের কর্মকর্তারা। পরে একটি বর্ণাঢ্য র্যালী পৌর পার্ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।