সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা সদর হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম গতকাল রোববার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় প্রথমে টিকা নেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম জেলা কমিটি এই টিকাদান কার্যক্রমের আয়োজন করে।
জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি টিকাদান কার্যক্রম উদ্বোধনকালে বলেন, গাইবান্ধার সর্বস্তরের জনসাধারণকে নির্ধারিত পদ্ধতিতে “সুরক্ষা” অ্যাপের ম্যাধমে নিবন্ধন করে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করার জন্য আহবান জানান এবং অন্যদেরকেও টিকা গ্রহণে উৎসাহিত করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, টিকা গ্রহণের মাধ্যমে নিজে সুরক্ষিত থাকুন পাশ্ববর্তী সকলকে সুরক্ষিত রাখুন।
টিকা গ্রহণের পরে জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন বলেন, কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া স¤পূর্ণ সুস্থ ও স্বাভাবিকভাবে অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করছেন। এতে তাঁর কোন অসুবিধাই হচ্ছে না।
অন্যান্যদের মধ্যে টিকা নেন সিভিল সার্জন ডাঃ আ. ম. আখতারুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন দুলাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, জহুরুল কাইয়ুম, সাংবাদিক উত্তম সরকার, আফতাব হোসেন প্রমুখ।
উল্লেখ্য, টিকা গ্রহণ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান প্রমুখ। উল্লেখ্য, গাইবান্ধা জেলা সদরে ৫শ’ ৩১ জন রেজিস্ট্রেশন করেন। এরমধ্যে ৩শ’ জনকে ম্যাসেজ দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ১শ’ জনকে টিকা প্রদান করা হয়।