শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় টানা বর্ষণে সার্বিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত মঙ্গলবার সকাল থেকে একটানা বর্ষণ হচ্ছে, কখনও ভারী, কখনও বা হাল্কা। গতকাল বুধবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ অবস্থা অব্যাহত ছিল।
সীমিত লকডাউনে গত মঙ্গলবার সকাল থেকে টানা বর্ষণ শুরু হয়। দিবাগত রাতে শুরু হয় ভারী বর্ষণ। ভারী বর্ষণের এক পর্যায়ে স্মরণকালের একটানা দেড়ঘন্টাব্যাপী বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের প্রচ- শব্দে মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়।
এদিকে ভারী বর্ষণে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়াও জেলা শহরের কাচারী বাজার, প্রেসক্লাব চত্বর, স্টেশন রোডের সান্দারপট্টি, গোরস্থান রোড, পুরাতন হাসপাতাল রোডসহ বিভিন্ন এলাকা জলামগ্ন হয়ে পড়েছে।