বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আওতাধীন গাইবান্ধা জেলা রোভারের ত্রৈবার্ষিক কাউন্সিল ও সাধারণ সভা গতকাল শনিবার স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রোভার সভাপতি মোঃ আবদুল মতিন। বিশেষ অতিথি ছিলেন রোভার অঞ্চলের যুগ্ম সম্পাদক ডঃ খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এলটি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদেকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা রোভার কমিশনার অধ্যাপক গোলাম মোস্তফা, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সম্পাদক ধীরেশ চক্রবর্ত্তী উজ্জল, আতাউর রহমান, এবিএম ছাত্তার, অ্যাডঃ পিযুষ কান্তি বর্মণ প্রমূখ। পরে কাউন্সিল অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে অধ্যাপক গোলাম মোস্তফাকে কমিশনার, ধীরেশ চক্রবর্ত্তী উজ্জলকে পুনরায় সম্পাদক এবং মাসুদার রহমান মুকুলকে কোষাধ্যক্ষ করে তিনবছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এই কমিটিতে জেলা প্রশাসক পদাধিকারবলে সভাপতির দায়িত্ব পালন করবেন।