রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল রোববার স্থানীয় কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সাত উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বিভাগের কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় গাইবান্ধা শহরের ডিবি রোডকে ফোর লেনে উন্নীত করণে কাজের অগ্রগতি, বাল্য বিবাহ রোধ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক উন্নয়নে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।