বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪০ অপরাহ্ন

গাইবান্ধায় জেলা উন্নয়ন কমিটির সভা

গাইবান্ধায় জেলা উন্নয়ন কমিটির সভা

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা উন্নয়ন কমিটির এক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী সংক্ষিপ্ত আকারে এবং আনন্দঘন পরিবেশে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এ উপলক্ষে কেক কাটা, হাসপাতাল, এতিম খানা ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন এবং রাতে আতশবাজি কর্মসূচী নেয়া হয়। সভায় করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে ভূমিকা রাখার আহবান জানানো হয়। সেইসাথে বিদেশ ফেরত কেউ এলাকায় এলে সে সম্পর্কে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে অবহিত করণ এবং তাকে পৃথকভাবে রাখার ব্যবস্থা করার উপর গুরুত্ব দেয়া হয়। এছাড়া সভায় বিভিন্ন বিভাগের উন্নয়ন কর্মকান্ড পর্যালোচনা এবং উন্নয়ন কর্মসূচী দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেয়া হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com