সোমবার, ২৯ মে ২০২৩, ০২:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ‘রক্তের জাত নেই, দৃষ্টিতে মৃত্যু নেই’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল গাইবান্ধায় জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদান দিবস পালিত হয়। গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, বিনামূল্যে রক্তদান কর্মসুচি, ছাত্রছাত্রীদের সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মিজানুর রহমান।
গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বিজ্ঞান ভবনে সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফের সভাপতিত্বে ও সন্ধানী ডোনার ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাহিদ হাসান চৌধুরী রিয়াদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএমএ সভাপতি ডাঃ শহীদুজ্জামান হারুন, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এসএম আসাদুল ইসলাম, গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের উপদেষ্টা খ.ম. রফিকুল হাসান কাফি, সন্ধানী ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক নয়ন চন্দ্র রায়, আব্দুল্যাহ আল মামুন রাজিব প্রমুখ। পরে রক্তদান কর্মসূচীর আওতায় ১০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।